পাবনা মানসিক হাসপাতালে ভর্তির নিয়ম ও ফোন নাম্বার pabna mental hospital

পাবনা মানসিক হাসপাতালে ভর্তির নিয়ম ও ফোন নাম্বার pabna mental hospital

পাবনা মানসিক হাসপাতালে ভর্তির নিয়ম ও ফোন নাম্বার pabna mental hospital
পাবনা মানসিক হাসপাতাল
আসসালামু আলাইকুম ? প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আমরা যদি কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে যায় তাহলে আমাদের কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয় । তেমনি পাবনা মানসিক হাসপাতাল যোগীর ভর্তি হতে হলে কিছু নিয়ম-নীতি অনুসরণ করতে হবে। আজকে আমরা পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হতে যে সকল নিয়ম-নীতি অনুসরণ করতে হয় তার বিস্তারিত দেওয়ার চেষ্টা করব । তবে একটি বিষয় জানিয়ে রাখি এই নিয়ম নীতিগুলো পরিবর্তন হতে পারে ।

পাবনা মানসিক হাসপাতাল মোবাইল নাম্বার

পাবনা মানসিক হাসপাতাল বিভিন্ন ধরনের তথ্য নিতে যোগাযোগ করুন :

টেলিফোন নাম্বার : 02588846231 , 02588805212

ফোন নাম্বার : 

পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তির নিয়ম 

শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮:০০ হইতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে খোলা থাকে । বহির্বিভাগে হতে রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া দুই মাস যাবত বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। প্রথমে রোগীকে প্রাথমিক পরীক্ষা-নিক্ষার মাধ্যমে রোগের মানসিক অবস্থা যাচাই করা হয়। তারপর মেডিকেল অফিসার তাকে চিকিৎসকের কাছে প্রেরণ করা হয় চিকিৎসক তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বোর্ডে প্রেরণ করা হয় ।

পাবনা মানসিক হাসপাতাল এ ভর্তির জন্য আমাদের কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন তার নিচে বিস্তারিত দেয়া হলো ।

সাধারণত ভর্তির জন্য কাগজপত্র :

  • রোগীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি: ছবিটি অবশ্যই সিটি কর্পোরেশন/কমিশনার /আপনার ইউনিয়নের চেয়ারম্যান দারা সত্যায়িত করতে হবে ।
  • রোগীর অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি: অভিভাবক অর্থাৎ পিতা-/মাতা /ভাই-বোন/স্বামী /স্ত্রীর যেকোনো একজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি ।
  • রোগীর নাগরিকত্ব সনদ: জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি প্রদান করতে হবে। ইউনিয়ন চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হতে হবে। 
  • বহিবিভাগের টিকিট : বহির্বিভাগে এসে প্রথমে টিকিট সংরক্ষণ করতে হবে ।

পাবনা মানসিক হাসপাতাল রোগী ভর্তির প্রক্রিয়া :

  1. বহির্বিভাগে যোগাযোগ: প্রথমে রোগীকে পাবনা মানসিক হাসপাতালের বহিবিভাগে নিয়ে আসতে হবে ।
  2. ডাক্তারের পরামর্শ: ডাক্তার রোগীর শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা নির্ধারণ করবে রোগী যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে তাকে ভর্তির জন্য সুপারিশ করবে ।
  3. পরীক্ষা-নিরীক্ষা:  রোগীপরীক্ষা নিরীক্ষা শেষ করতে হবে ।
  4. ভর্তির : রোগী রিপোর্ট বের হওয়ার পর ডাক্তার রোগীকে অনুমতি দেবে এবং ভর্তি কার্যক্রম শুরু হবে ।

বাংলাদেশে মানসিক হাসপাতাল কয়টি?

বাংলাদেশে মানসিক হাসপাতালে সংখ্যা মাত্র দুইটি একটি পাবনাতে এবং একটি ঢাকাতে অবস্থিত। এর ফলে চিকিৎসকের সংখ্যা খুবই কম , তবে পাবনাতে উন্নত মানের চিকিৎসা প্রদান করা হয়। 

পাবনা মানসিক হাসপাতাল ভর্তি জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী :

  1. বহিবিভাগে যোগাযোগ: সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮ঃ০০ ঘটিকা হইতে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত বহিবিভাগ খোলা থাকে অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে উপস্থিত হইতে হবে ।
  2. টিকিট সংরক্ষণ : আপনাকে 12:00 এরমধ্যে বহিবিভাগ টিকিট সংরক্ষণ করতে হবে ।
  3. অভিভাবকের উপস্থিতি: রোগীর সাথে একজন অভিভাবক এর উপস্থিতি থাকতে হবে ।
  4. ভর্তির প্রক্রিয়া: ডাক্তার রোগীর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এর মাধ্যমে যাচাই করে তাকে ভর্তির জন্য সুপারিশ করবে এরপর ভর্তির কার্যক্রম শুরু হবে ।

পাবনা মানসিক হাসপাতালে ভর্তির খরচ কত?

আমরা সবাই জানি কোন হাসপাতালে ভর্তি বা চিকিৎসার জন্য আমাদের আর্থিক খরচ হয়ে থাকে । বেসরকারি হাসপাতালে ক্ষেত্রে খরচের পরিমাণ বেশি হয়ে থাকে কিন্তু সরকারি হাসপাতালে খরচ অনেক কম হয়ে থাকে। আমরা দেখে নিই পাবনা মানসিক হাসপাতালে ভর্তি খরচ কত হবে।
পাবনা মানসিক হাসপাতালে ভর্তি রোগীর খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে খরচ কেমন হবে ।
  • বেডের ধরণ: পেয়িং বেড এবং নন পেয়িং বেড এর জন্য খরচ ভিন্নরকম হবে ।
  • ভর্তির সময়: রোগী কতদিন হাসপাতালে ভর্তি থাকবে তার উপর খরচের নির্ভর করে। 
  • চিকিৎসা: রোগীর পরীক্ষা-নিরীক্ষার পরিমাণ বেশি হলে খরচের পরিমাণ বেশি হবে। 
  • ওষুধ: ওষুধের পরিমাণ বেশি হলে খরচও বেশি হবে। 

পাবনা মানসিক হাসপাতালে রোগীর খরচের তালিকা :

  1. বহি বিভাগে টিকিট ফি ১০ টাকা (সরকার কর্তৃক নির্ধারিত যা বাধ্যতামূলক দিতে হবে) 
  2. বেড ভাড়া দুই মাসের জন্য ১৯,৫০০ টাকা ( একদিনে ৩২৫ টাকা ৬০ দিনে যা দাঁড়াই ১৯ হাজার ৫০০ টাকা)
  3. মাদকাসক্ত রোগীর জন্য এক মাসে সিট ভাড়া ৯৭৫০ টাকা 
  4. ভর্তি ফি ১৫ টাকা যা বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত বাধ্যতামূলক দিতে হবে ।
পাবনা মানসিক রোগীর ডাক্তার অথবা যেকোনো ডাক্তারের সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 

পাবনা মানসিক হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ রোগী ভর্তি হচ্ছে। বাংলাদেশের মানসিক রোগীর ডাক্তারের সংখ্যা খুবই কম এছাড়া পাবনাতে সবচেয়ে ভালো মানসিক চিকিৎসা দেওয়া হয় যা বাংলাদেশে অন্য কোন জায়গায় হয় না। আপনার পরিবারের কোনো মানসিক ভারসাম্য হীন হয় তাহলে পাবনা মানসিক হাসপাতালে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ ও চিকিৎসা নিন ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url