বিতর্কিত ১ গোল এর শিকার অষ্টম শ্রেণি ফৈলজান উচ্চ বিদ্যালয় ক্লাস ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট
বিতর্কিত ১ গোল এর শিকার অষ্টম শ্রেণি ফৈলজানা উচ্চ বিদ্যালয় ক্লাস ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট
ফৈলজানা উচ্চ বিদ্যালয় আজ বৃহস্পতিবার ১১/৯/২০২৪ অষ্টম শ্রেণি বনাম নবম শ্রেণি দুপুর ২ টা হতে সেমিফাইনাল ম্যাচ শুরু হয় । অষ্টম শ্রেণী বনাম নবম শ্রেণি দুই দলের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই চলে । এক পর্যায়ে অষ্টম শ্রেণী একটি গোল দেয় , এতে অষ্টম শ্রেণি ১ গোলে এগিয়ে যায় । এরপর নবম শ্রেণী একটি গোল দিলে অষ্টম শ্রেণী ও নবম শ্রেণী সমতায় চলে আসে । পরবর্তীতে আবারো অষ্টম শ্রেণী আরেকটি গোল দিলে ২ -১ গোলে এগিয়ে যাই অষ্টম শ্রেণী। এরপরে বিজয় লাভ করে অষ্টম শ্রেণী । অষ্টম শ্রেণীর ২-১ নবম শ্রেণী।
বিতর্কিত সেই ১ গোল ?
বিতর্কিত এই গোলটি নবম শ্রেণী দিয়েছিল। গোলটি হয়েছিল প্লান্টিতে । এই পেনাল্টি গোলটি নিয়ে যতসব বিতর্ক ।
গোলটি কিভাবে হলো ?
গোলির হ্যান্ডবলে প্লান্টিটি ধরা হয় । এই প্লান্টটিতে নবম শ্রেণী গোলটি দিতে সক্ষম হয়েছিল । প্রথমে নবম শ্রেণীর একজন গোল দেয়ার চেষ্টা করলে অষ্টম শ্রেণীর গোলরক্ষক বলটি ধরে ফেলে এবং নিজের কাছে বলটি রাখে। পরবর্তী অষ্টম শ্রেণীর গোলরক্ষক বুঝতে না পেরে বলটি ব্যাক শর্ট নেওয়ার জন্য ডিবক্সের ভিতরে বলটি রাখা হয় । এতে নবম শ্রেণীর খেলোয়াররা যখন এগিয়ে আসে অষ্টম শ্রেণীর গোলরক্ষক বলটি সঙ্গে সঙ্গে নিজের হাতে তুলে নেয় । এর ফলে ম্যাচ রেফারি বাঁশি দিয়ে প্লান্টির সংকেত প্রদান করে । তাতে অষ্টম শ্রেণীর খেলোয়ার ক্ষিপ্ত হয়ে পড়ে এই হ্যান্ড টি ধোয়ার জন্য অনেক দর্শক ও ক্ষিপ্ত হয় । অনেকেই রেফারিকে বোঝানোর চেষ্টা করলেও রেফারি তবুও প্লান্টিটি বাতিল করেনি । গোলি হ্যান্ডবল ধরার কারণে এই বিতর্কটি সৃষ্টি হয় ।
এরপর খেলাটি আবারো পরিচালিত হলে অষ্টম শ্রেণি নবম শ্রেণী কে একটি গোল দিয়ে অষ্টম শ্রেণী বিজয় লাভ করে ।
এবার অষ্টম শ্রেণি ফাইনাল ম্যাচে জায়গা করে নিয়েছে ।